বুধবার, ৩ এপ্রিল, ২০১৩

পাবনা বাস সার্ভিস

পাবনা জেলায় যেমন অনেক ঐতিহ্যবাহী অনেক কিছুই আছে তেমনি আছে ভিআইপি লেটেস্ট বাস সার্ভিস যারা ঢাকা , চট্টগ্রাম, সিলেট রাজশাহী, বগুড়া, রংপুর,দিনাজপুর, ঠাকুরগাও, কক্সবাজার, ইত্যাদি সকল জেলা থেকে এসি,নন এসি বাস। যেমন প্রথমেই আছে পাবনা জেলার অন্যতম ক্লাসিক বাস পাবনা এক্সপ্রেস প্রতি ৩০ মিনিট পর পর ছেরে যায় টেকনিক্যাল মোড় গাবতলী থেকে মোহনা পেট্রল পাম্প থেকে এই কোচটিতে আপনি এসি/নন এসি হিনো ওয়ান জে প্লাস বাস পাবেন। আবার শ্যামলী পরিবহন পরিবহন জগতে এক ধাপ এগিয়ে আভ্যান্তরিণ ও আর্ন্তঃজাতিক মানের এই গাড়িটিতে আপনি পাবেন এসি/নন এসি আর,এম২ও৩ হাইফাই সীট সিস্টেম,ভিডিও, বাস দিবা রাত্রী চলাচল করে ছাড়িবার স্থান টেকনিক্যার মোড় বাস স্ট্যান্ড, কিংস পরিবহন এটি সম্পুর্ন নন এসি হিনো ওয়ানজে বাস দিনে ২ ঘন্টা পর পর ছাড়ে, রাজাবাদশা পরিবহন, এটি নন এসি হিনো সুপারস্যালুন চেয়ার কোচ, এটি ও সারাদিন চলে, সানমুন এন্টারপ্রাইজ, হিনো লেটেস্ট বাস সার্ভিস এটি সারাদিন ২ ঘন্টা পরপর ছাড়ে। আপনি যদি সিলেট বা চট্টগ্রামে যান তাহলে প্রতিদিনিই পাবনা থেকে কাশিনাথপুর, বেড়া, শাহজাদপুর হয়ে ছেড়ে যায় শ্যামলী পরিবহনের ২ টি হিনো ওয়ানজে লাক্সারী বাস। ছাড়ে সন্ধ্যো ৬.৪৫ মিঃ আবার পরিবহন জগতের আরো এক অনন্য নাম কেয়া পরিবহন জাপানী হিনো ও দায়ো ইঞ্জিন বর্তমান (বি,আর,টি,সি বাস ইঞ্জিন) চালিত ক্লাসিক এবং লাক্সারী চেয়ার কোচ নাটোরের দয়ারামপুর হতে পাবনা ,কাশিনাথপুর,বেড়া হয়ে ছেড়ে যায় চট্টগ্রামের উদ্দেশ্যে। তাছারা অল্প সময়ে ঢাকা থেকে পাবনা বা পাবনা থেকে ঢাকা আসতে চাইলে পরিবহন জগতের ঝর তোলানো বাস সার্ভিস নাইট ষ্টার পরিবহনের জুরি নেই সম্পূর্ণ হিনো ওয়ান জে প্লাস বিলাস বহুল ও আরাম দায়ক ডিজিটাল ভিডিও কোচ, যেন সড়ক পথে বিমানের ছোঁয়া। যারা বেড়া, নাকালিয়া, সাঁথীয়া, নন্দনপুর, যাবেন তারা যেতে পারেন আলহামরা পরিবহন সম্পূর্ণ নন ষ্টপ হিনো, ইসুজু  বাস। নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের প্রতিক। যারা পাবনা হতে সরাসরি নারায়ণগঞ্জ, আব্দুল্লাহপুর, উত্তরা, বাসবো যাত্রাবাড়ী যাবেন। তাদের জন্য রয়েছে মহানগর এম,পি সাফারী এবং মহানগর এমপি সিডর, হিনো ওয়ানজে প্লাস, টাটা টি,সি পাওয়ার স্টিয়ারিং বাস সরাসরি নিয়মিত চলাচল করে। এবং যারা অল্প টাকার মধ্যে ঢাকা হতে পাবনা বা পাবনা হতে ঢাকা যেতে চান, তাদের জন্য আছে রাজদূত পরিবহন, ইশা পরিবহন, কাব্য ট্রাভেলস, বাদশা পরিবহন, ববি এক্সপ্রেস, ইত্যাদি বাস গুলো ১৬০ টাকা থেকে ২০০ টাকার মধ্যে ঢাকা গাবতলী পর্যন্ত যাওয়া যায়।এবং যারা গাজীপুর ,ঘোড়াশাল, পাচদোনা, নরসিংদী যাবেন তাদের জন্য আছে মাছরাঙ্গা পরিবহন সম্পূর্ণ গেটলক হিনো বাস সার্ভিস। পরবর্তী পোষ্ট এ গাড়ীর ছবি দেয়া হবে।

১৫টি মন্তব্য:

  1. ভাই পুরাতন বাস কি কিস্তিতে পাওয়া যাবে?পেলে,কোথায় পাবো ১টু জানাবেন প্লিস।।।।

    উত্তরমুছুন
  2. ভাই, পাবনা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য কোন বাস আছে কি??? থাকলে কখন ছাড়ে? এবং কিভাবে টিকিট পেতে পারি

    উত্তরমুছুন
  3. পাবনা থেকে রাজশাহী যাওয়ার বাস আছে কি? কোথা থেকে উঠতে হবে? পাবনা থেকে রাজশাহী যেতে কত সময় লাগবে ?

    উত্তরমুছুন
  4. দিনাজপুর থেকে পাবনা যাওয়ার জন্য কোন গাড়ি আছে আর কতক্ষণ লাগতে পারে প্লিজ একটু জানাবেন

    উত্তরমুছুন
  5. চট্রগ্রাম থেকে পাবনা যেতে কোন বাস সার্বিস কি চালু আছে,কিভাবে যেতে হয়,জানাবেন দয়া করে ?

    উত্তরমুছুন
  6. মহানগর এম পি সিডর পাবনা হতে রংপুর গাড়ির মোবাইল নম্বরটা দেওয়া যাবে প্লিজ

    উত্তরমুছুন
  7. পাবনা থেকে পটুয়াখালী কেমনে যাবো

    উত্তরমুছুন
  8. আমার একটি পার্সেল মাছরাঙ্গা পরিবহনে রয়ে গেছে, তাং ১০/০৩/২১, রাত ৮ টা চন্দ্রা টু গাবতলী

    উত্তরমুছুন
    উত্তরগুলি

    1. Bijan Mazumder১০ মার্চ, ২০২১ ৫:৪৬ PM
      আমার একটি পার্সেল মাছরাঙ্গা পরিবহনে রয়ে গেছে, তাং ১০/০৩/২১, রাত ৮ টা চন্দ্রা টু গাবতলী

      মোবা: ০১৬০৯৮১৬৭৯৭

      মুছুন
  9. ওমর পরিবহনের, বগুড়া কাউন্টারের মোবাইল নান্বার

    উত্তরমুছুন
  10. Merkur 500c Review 2021 | Best Overall
    Merkur is 메리트 카지노 주소 one of the most หารายได้เสริม trustworthy 1xbet and trustworthy brand on the market. The design is simple. The comfortable design is durable,

    উত্তরমুছুন